এএইচএম মান্নান মুন্না :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলার চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান।
সোমবার চরএলাহী বাজারে মিষ্টি বিতরণের পাশাপাশি নেতা কর্মীদের নিয়ে উল্লাস করছেন তিনি।
চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর নোয়াখালীর উন্নয়নে ভূমিকা রেখেছেন ওবায়দুল কাদের। ১৯৯৬ সালে নোয়াখালী-৫ আসনে প্রথম সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন এবং ২০০৮ সালে নির্বাচিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হন। এছাড়া তিনি টানা তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আরো বলেন,
ওবায়দুল কাদের সংসদ সদস্য হয়ে এ এলাকার ভাগ্যের পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি চরএলাহীতে নদী ভাঙ্গান থেকে রোধ করতে ৫৮৮ কোটি টাকা ব্যয়ে ক্রসড্যাম নির্মাণ প্রকল্প একনেকে পাস করিয়েছেন। চর এলাহী স্ট্রিল ব্রিজকে মিনি সেতুতে রুপান্তরিত করে কৃষিকদের ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছেন, কোম্পানীগঞ্জের উঁরির চরেরমতো দ্বীপে বিদ্যুৎ সংযোগ দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর মুখ দেখিয়েছেন। ওবায়দুল কাদের সংসদ সদস্য না হলে এলাকার উন্নয়নে ভাটা পড়বে। তিনি নির্বাচিত হলে শুধু চর এলাহী নয় নোয়াখালী -৫ আসনে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। তাই টানা চতুর্থবারের নৌকার প্রার্থী পেয়ে এই এলাকার মানুষ খুশি ফলে মানুষজনকে মিষ্টিমুখ করিয়েছি।
ওবায়দুল কাদেরকে টানা চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী পেয়ে চেয়ারম্যান রাজ্জাকের মিষ্টি বিতরণ
Date: