নিহত দেলোয়ার হোসেন রিয়াদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিম খাঁ এর বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন রিয়াদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা আনতে গত আড়াই বছর আগে ওমানে যান রিয়াদ। সেখানে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ নেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার সকালে অন্য শ্রমিকদের সাথে ৩ তলা একটি ভবনের সানসেটে বসে ওয়েল্ডিং এর কাজ করছিলেন রিয়াদ। কাজ করার সময় অসাবধানতাবসত সানসেট থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রিয়াদ। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
রিয়াদের বাবা আনোয়ার হোসেন জানান, আমার আদরের ছেলেটা ওমান যাওয়ার পর আর বাড়ি আসেনি। সে অনেক স্বপ্ন দেখতো পরিবারের হাল ধরবে। কিন্তু এ কি হয়ে গেলো। তিনি রিয়াদের লাশ দেশে আনতে সরকারের সাহায্য চেয়েছেন।
এদিকে রিয়াদের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করে সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, খবর পেয়ে নিহত রিয়াদের গ্রামের বাড়িতে আমরা গিয়েছি। তার পরিবারকে সহযোগিতা করা হবে।