নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস-এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির ৩৫তম শাখা, যা স্থানীয়ভাবে ভোক্তাদের মানসম্পন্ন হালাল মিষ্টান্ন ও খাদ্যপণ্য সরবরাহ করবে।
১০ সেপ্টেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৪টায় কবিরহাট মেইন রোডে আকর্ষণীয় ও আধুনিক ইন্টেরিয়র ডেকোরেশনে নির্মিত এই শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদ, দৈনিক স্টার লাইন নোয়াখালী জেলা প্রতিনিধি এএইচএম মান্নান মুন্না, কবিরহাট উপজেলা প্রেস ক্লাব’র সভাপতি জহুরুল হক চৌধুরী জহির, পরিবেশক জাহেদুল হক চৌধুরী, কবিরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে স্টার লাইন গ্রুপের পরিচালক মো. মাঈন উদ্দীন বলেন,স্টার লাইন ফুড ও স্টার লাইন সুইটস কোয়ালিটির ব্যাপারে কোনো আপোস করে না। শতভাগ হালাল ও নিরাপদ খাদ্যপণ্য উৎপাদনে আমরা বরাবরই মান নিয়ন্ত্রণে কঠোর। কোনো মেয়াদোত্তীর্ণ পণ্য যেন শো-রুমে না থাকে, তা পরিবেশকদের নিশ্চিত করতে হবে। হালাল ব্যবসার মাধ্যমে ভোক্তা সেবার মান বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা নতুন এই শো-রুমের উদ্বোধনকে স্বাগত জানান এবং বলেন, এতে করে কবির হাট উপজেলায় মানসম্মত খাদ্যপণ্যের সহজলভ্যতা ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে।