নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজ ও কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে, যেখানে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।
এ সময় মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে সমবেত হয়। বিক্ষুব্ধ জনতা ছাত্রদল নেতা নাছিরকে আওয়ামী লীগ পরিবারের সদস্য দাবী করে প্রতিকৃতিতে জুতা মেরে আগুন দাহন করেন।
বিক্ষোভে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রনেতাদের উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। বিশেষ করে, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ রিজন, যিনি বিভিন্ন সময় ছাত্রলীগের হামলা-মামলার শিকার হয়েছেন এবং সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাকেও কমিটিতে রাখা হয়নি। এর বিপরীতে, ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিকে কমিটিতে পদায়ন করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও সংগঠনের জন্য ক্ষতিকর।
বিক্ষোভকারীরা অবিলম্বে এই পকেট কমিটি বাতিলের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
বক্তারা সংগঠনের উচ্চপর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান, যেন অর্থের বিনিময়ে গঠিত এ কমিটি বাতিল করে যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
বক্তারা অভিযোগ করেন,ঘোষিত কমিটিতে ছাত্রলীগ কর্মী ও বিবাহিত লোক দিয়ে সভাপতি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইমাম হোসেন রাহুলকে ছাত্রদলের সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ সভাপতি ও চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পুলকের ভাগিনা ছাত্রলীগ কর্মী শেখ ফরিদ হৃদনকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে স্থান করে দেয়ার অভিযোগ তোলেন ত্যাগী নেতা কর্মীরা।
এর প্রতিবাদে সোমবার (২৪ মার্চ) দুপুর কবিরহাট সরকারী কলেজ ও কবিরহাট (বাজারে) ত্যাগী ছাত্রদল নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে প্রতিবাদ সভা করে। সভায় ছাত্রদলের নতুন কমিটির পদবীধারী ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অবাঞ্চিত ঘোষণা করেন।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেন শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।