কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নোয়াখালীর কবিরহাট উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমকে (৬০) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্রগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিসের ছেলে এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার ভাই নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীও বর্তমানে কারাবন্দি রয়েছেন।

আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, গতকাল সোমবার গভীর রাতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে খুলশী থানার পুলিশ। খুলশী থানা থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে।

ওসি শাহিন মিয়া আরো জানান, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে আপাতত খুলশী থানার পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী...

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে বেলাল সভাপতি -দুলাল সেক্রেটারী

নোয়াখালী প্রতিনিধি :: ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সমিতির নির্বাচন ১৩...

নিরাপদ অভিবাসন বিষয়ক পটগান প্রদর্শনীতে কুইজ প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি :ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম - ২, নোয়াখালীর...

মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে হাঁস মুরগি হাট: শিক্ষক,শিক্ষার্থীদের দুর্ভোগ

নোয়াখালী প্রতিনিধি :মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সামনের গেইট দখল করে...