কবিরহাট প্রেসক্লাব’র উদ্যােগে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

Date:

নুর আলাম বিপ্লব, কবিরহাট (নোয়াখালী) :: নোয়াখালী কবিরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৩শ’ ফলজ,বনজ ঔষধি গাছের চারা বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা ,ও সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় কবিরহাট উপজেলা প্রশাসন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবিরহাট প্রেস ক্লাবের সভাপতি পৌর মেয়র জহিরুল হক রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক, বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন মিরন,এ,এসএম ফারুক, সাংবাদিক মোঃ রুবেল। এ সময় উল্লেখ যোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়,বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির হাট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব। এ সময় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ১ কোটি গাছ কাটা হলে তিন কোটি গাছের চারা লাগানো হচ্ছে, আমাদের দেশে ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে ১৭ শতাংশ বনভুমি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে রাখতে হলে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই, অক্সিজেন পেতে হলে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বনায়ন করতে হবে। একটি গাছ একটি মানুষের প্রাণ, গ্রীন হাউজ বিপর্যয় হতে রক্ষা পেতে হলে আমাদের সবুজ বনভূমির বিস্তার করতে হবে। পৃথিবীর দুই মেরুতে আজ বরফ গলে গাছের চারা দেখা যাচ্ছে, বাংলাদেশ যেই এলাকায় বনভূমি বেশি সেই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কম। আজ আমরা বিভিন্ন নার্সারি থেকে ফলের চারা ক্রয় করে বাড়ির আঙিনায় ফল গাছ রোপন করে, বিশুদ্ধ ফল খাচ্ছি। বক্তারা কবিরহাট প্রেসক্লাবকে গাছের চারা বিতরণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অপর দিকে কবিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এস এম ফারুক হোসেন’র আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

আইনজীবী হত্যা: যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

টাইম রিপোর্ট :চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল...

আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

টাইম রিপোর্ট :চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা...

পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

টাইম ডোস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের...

মুছাপুরে স্লুইসগেট পূণনির্মান না হওয়ায় তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে

কোম্পানীগঞ্জ সংবাদাতা : কোম্পানীগঞ্জের মুছাপুরে স্লুইসগেট পূণনির্মান না হওয়ায় নদী...