কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে তারেক রহমান’র প্রার্থী ফখরুল ইসলামকে নির্বাচিত করুন-ব্যারিস্টার মুন্নী

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বসুরহাটের আরডি শপিং মলের সামনে আয়োজিত পথসভায় ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী বক্তব্য রাখেন।
পথসভায় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও প্রকৃত অর্থে এখনো স্বাধীন হয়নি। দেশকে পূর্ণ স্বাধীন করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিকভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের মাঠে ছিলাম। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারেক রহমান ধানের শীষের প্রার্থী হিসেবে ফখরুল ইসলামকে মনোনীত করেছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, দলের ভেতরের সব মান-অভিমান ভুলে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। একটি মহল মানুষকে বিভ্রান্ত করতে নানা ধরনের অপপ্রচার ও ফতোয়া দিচ্ছে। এসব বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, দলের প্রয়োজনে যেমন আমি সুপ্রিম কোর্টের দায়িত্ব রেখে মাঠে নেমেছি, তেমনি দলের প্রতিটি নেতা-কর্মীকেও যে কোনো ত্যাগ স্বীকার করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ব্যারিস্টার মুন্নী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে এবং জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে। এটি তারেক রহমানের দেওয়া রাজনৈতিক ম্যান্ডেট। তিনি যেভাবে সারা দেশে সাংগঠনিক অভিযান পরিচালনা করছেন, আমরাও তাঁর অনুসারী হিসেবে সেই পথেই কাজ করে যাব।
এ সময় বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম শিকদার, সাবেক ছাত্রদল নেতা কামাল উদ্দিন, সামছুল আলম রিপুল, যুবদল নেতা মিজানুর রহমান, মো. সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে দু’লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু...

সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে...

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থী কামাল পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা...

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...