কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা শেষে সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সকলকে দুর্নীতি না করার শপথ করানো হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসির সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা জীবন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম শিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ থনার এসআই আক্তার হোসাইন প্রমূখ।