কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র’র কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সভাপতি ও প্রফেসর আবুল বাশার কে সাধারণ সম্পাদক করে
উপজেলা প্রশাসন মিলনায়তনেশুক্রবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় এক সভার মাধ্যমে ২৭ সদস্য বিশিষ্ট আগামী তিন বৎসর মেয়াদি এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ অন্যন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন পাটোয়ারী এ কমিটির অনুমোদন দেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, পদধিকার বলে সহ সভাপতি পদে সহকারী কমিশনার (ভূমি), ক্রমান্বয়ে অন্যান্য সভাপতিগণ হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), আবাশিক প্রকৌশলী (পিডিবি),
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার, যুগ্ন সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, মাওলানা মাকছুদুর রহমান, কোষাধ্যক্ষ সম্পাদক, মো:আব্দুল কুদ্দুস, লাইব্রেরী সম্পাদক মো: নূরুল হুদা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এএইচ এম মান্নান মুন্না,সহ সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম (সায়েম), দপ্তর সম্পাদক মো: শরফুদ্দিন শাহীন,নারী বিষয়ক সম্পাদক জীবন সুলতানা, সদস্যগণ হলেন –
ডাঃ শওকত ইমরান ইমরোজ, প্রফেসর নাজিম উদ্দীন ফারুক, প্রফেসর আইয়ুব আলী, প্রফেসর শেখ সাদী, এহসানুল আলম খসরু, নুর উদ্দিন রুবেল, শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম রাজু, দেলোয়ার হোসেন সাইফুল, ও শাকিল খান।
এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান /প্রশাসনকে প্রধান করে ২৩ সদস্যের একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মুজিব কলেজ সাবেক অধ্যক্ষ মো: খোরশেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদের রহমান রিপন, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, পৌরসভা জামায়াত সভাপতি মাওলানা মোশাররফ হোসেন।
উল্লেখ্য, আধুনিক জীবন ব্যবস্থায় লাইব্রেরির কোন বিকল্প নেই।লাইব্রেরি হচ্ছে সমাজ উন্নয়নের বাহন। এমনকি ইতিহাস -ঐতিহ্যের অনুসন্ধান এবং দেশীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য রক্ষায় লাইব্রেরির ভূমিকা অপরিহার্য। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঐকান্তিক প্রচেষ্টার ফসল কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি কাম সাংস্কৃতিক কেন্দ্র।
এখানে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে স্কুল -কলেজের পাঠ্যবই, উন্মুক্ত পাঠের জন্য দেশের শীর্ষস্থানীয় জন প্রিয় লেখকের উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি, কবিতা, সঙ্গীত বই , ধর্মীয় বইসহ সকল ধরনের বই এবং পত্রিকা রাখা হয়েছে। মনোরম পরিবেশে জন সাধারণের মধ্যে যথাযথ সাংস্কৃতিক মনস্কতা তৈরীর লক্ষ্যে কাজ চলছে।
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।