কোম্পানীগঞ্জে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিল বিটিএ

Date:

নোয়াখালী প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত ৩২ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় বসুরহাট একাডেমি ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন বিটিএ’র সদস্যরা।

বিটিএ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আমির হোসেন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিএ নোয়াখালী জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিএসসি, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, উপজেলা বিটিএ’র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তা ও মধ্যম চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম শিফা।

সংবর্ধিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাজেদা খাতুন ও দীপন মন্ডল জয়।

বক্তারা বলেন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোম্পানীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে নতুন আলো ছড়াবেন। তাঁদের আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষকতা পেশা মহান ও সম্মানের, আর এই নতুন শিক্ষকরা মেধা ও দায়িত্ববোধে অনন্য হয়ে উঠবেন বলেই আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে ৩২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

রায়পুরে দ্বিতীয় দিনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

এএইচএম মান্নান মুন্না, রায়পুর থেকে: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি...

কোম্পানীগঞ্জব ব্যবসায়ী সমিতির লি:’র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন

নোয়াখালী প্রতিনিধি :কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর ২০ তম...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: জামসেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র...