কোম্পানীগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শিক্ষা, ঐক্য, প্রগতির শ্লোগান সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল, বসুরহাট পৌরসভা ছাত্রদল ও সরকারি মুজিব কলেজ ছাত্রদল।

বুধবার সকাল থেকে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও প্রত্যেকটি ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন সাজিয়ে একের পর এক মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়। প্রত্যেকটি মিছিলে নানা রংয়ের ফেস্টুনসহ দলীয় বিভিন্ন ডিসপ্লে উপস্থাপন করে র‌্যালিকে আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন কওে তোলা হয়।

এসময় বর্নাঢ্য শোভাযাত্রাটি আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী উচ্চ বিদ্যালয়ে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পওে কেক কেটে ছাত্রদলের হাজারো নেতাকর্মী আনন্দ উৎসব পালন করে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর উদ্দিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, সদস্য বেলায়েত হোসেন স্বপন, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সহ-সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহামান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজ আজমীর, আব্দুল্লাহ আল নূর সোহান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর নবী আহমেদ, সদস্য সচিব তাবিদ আউয়াল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে বেড়েছে পেঁয়াজ ও চালের দামসিন্ডিকেটদের কাছে জিন্মী ক্রেতারা

নোয়াখালী প্রতিনিধি:সপ্তাহের ব্যবধানে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক প্রাণ কেন্দ্র চৌমুহনী...

কোম্পানীগঞ্জে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক...

কোম্পানীগঞ্জে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪১...

রামগঞ্জে ব্যাডমিন্টন টুনামেন্টে লামচর টাইগার্স ক্লাবের জয়

উপজেলা প্রতিনিধি, (চাটখিল) নোয়াখালী :: লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার...