কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে। দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালির মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবা উল আলম ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময়ে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান ফারভীন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমে়ল, কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা সিপিবি টিম লিড়ার মোঃ ইলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ তানিম
র্যালি শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের ওপর মহড়া প্রদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে বিভিন্ন ইউনিয়নের সিপিবি’র নারী-পুরুষ মাঠ কর্মী,জন প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।