কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বই , ক্রেষ্ট ও সনদ বিতরণ করছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার( ১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী’র সভাপতিত্বে এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরিফ চৌধুরী পিপুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিস হিসাব রক্ষক মো:আব্দুল্যাহ।
বিভিন্ন ক্যাটাগরিতে কলেজ পর্যায়েশিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন জৈতুন নাহার কাদের মহিলা কলেজ অধ্যক্ষ মো: বেলায়েত হোসেন, মাদ্রাসা পর্যায়ে মুছাপুর জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ আবদুল্যাহ আল মাহামুদ, মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আবু নাছের চৌধরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজ পর্যায়ে জৈতুন নাহার কাদের মহিলা কলেজ পৌরনীতি ও সুশাসন’র প্রভাষক নিগাত সুলতানা, মাদ্রাসা পর্যায়ে জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র আরবী প্রভাষক মো:নুরুল আমিন, মাধ্যমিক স্কুল পর্যায়ে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আনোয়ারুল হক।
শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রংমালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আবু যোবায়ের।
মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আবু নাছের চৌধরী পৌর উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মুছাপুর জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নির্বাচিত হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি বৃন্দ বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।