নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. মাঈন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই সমাজ সেবা দিবস পালনের মূল উদ্দেশ্য। তারা সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় সমাজকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলোর প্রশংসা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও কার্যকর, সময়োপযোগী ও টেকসই সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কোম্পানীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
Date:

