কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ঠ ঝগড়া থামাতে গিয়ে দু’পক্ষের হামলায় মোহাম্মদ হোসেন (৬৫) নিহত হন।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ হোসেন এর পরিবার ও নিহতের শ্যালক আনোয়ার হোসেন ও তার তিন ছেলে এবং এক মেয়ের জামাই মিলে ঝগড়া বাঁধে, ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে নিহত মোহাম্মদ হোসেন (৬৫) মাথায় আঘাত পেয়ে সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা ৯৯৯ ও কোম্পানীগঞ্জ থানায় ফোন দিলে দিলে তাৎক্ষণিক ভাবে কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প বরণ চাকমা ও এসআই আবদুল আউয়াল সুমন পৃথক ফোর্স নিয়ে হাজির হয়ে ঘটনাস্থলে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন, নিহতের শ্যালক আনোয়ার হোসেন, পিতা আবদুল খালেক, শ্যালকের তিন ছেলে সাজু, মেহেদী, জাহেদ সহ শ্যালকের মেয়ের জামাই ইসমাইল।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে এসআই আবদুল আউয়াল সুমন বলেন, থানায় গিয়ে নিহতের পরিবারের অভিযোগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক লাশ ময়না তদন্তে পাঠানো হবে, আসামিদের বিচারিক আদালতে পাঠানো হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।