‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আজিজুল হক, মুক্তিযোদ্ধা আবু নাছের, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরুজ্জামান।
ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) মেলায় স্কুল শিক্ষার্থী ও সরকারি দপ্তরসমূহের অংশগ্রহণের মেলা স্থানে নাগরিকবান্ধব সেবা প্রদানের ব্যবস্থা প্রদর্শন করা হয়। সেরা তিনটি প্রদর্শনীকে পুরষ্কার প্রদান করা হয়।