মোহাম্মদ উল্যাহ:
কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি, নোয়াখালী জেলা জাসাসের সহ-সভাপতি এবং বসুরহাট পাঠাগারের উপদেষ্টা আনোয়ার অনিক (স্বপন)–কে সংবর্ধনা প্রদান ও গবেষণামূলক গ্রন্থ “তারেক রহমান: প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি” বিতরণ করা হয়েছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বসুরহাট বাইপাস সড়কের রিলাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের জাতীয়তাবাদী পাঠক সমাবেশ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পাঠাগার’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বেলাল এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল্লাহ সোহাগ (প্রভাষক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল আলম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পাঠাগার’র প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সোহাগ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল’র আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদল’র আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ এবং সংবর্ধিত অতিথি আনোয়ার অনিক (স্বপন)।
অনুষ্ঠান শেষে আনোয়ার অনিক স্বপনকে একটি ক্রেস্ট প্রদান করে সম্মানা করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের মাঝে কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদের রচিত “বিএনপির ১৯ দফা, ৩১ দফাসহ তথ্য ও গবেষণামূলক বই” এবং “তারেক রহমান: প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি” শীর্ষক গবেষণামূলক বই বিতরণ করা হয়।