কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলার ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ একরামুল হক’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী আমীর মোশারেফ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,
আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন, উত্তর পূর্ব রামপুর সপ্রাবি প্রধান শিক্ষক নুর উদ্দিন, বসুরহাট সপ্রাবি প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, বামনী সপ্রাবি প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ফয়েজ আহমেদ সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।