কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির পুরাতন কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটির আত্মপ্রকাশ

Date:

স্টাফ রিপোর্টার :
সংবাদ সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলায়
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুরাতন কমিটিকে অবাঞ্চিত করে নতুন কমিটির আত্মপ্রকাশ করেছে শিক্ষক নেতারা। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি নির্বাচনের লক্ষ্যে একটি অস্থায়ী কমিটি ঘোষনা করেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বসুরহাটের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
মুহাম্মদ নূর উদ্দীন’র সভাপতিত্বে ও মোহাম্মাদ নূরুল ইসলাম’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে শিক্ষক নেতা শেখ ফরিদ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত। ৯০ বছর যাবত প্রাথমিক শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে আসছিল। কিন্তু ২০১০ সালে শিক্ষকদের এ সংগঠনটি রাহুর কবলে পড়ে। ভোট বিহীন অগণতান্ত্রিক কমিটি করে তারা দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষকদের অধিকারের পক্ষে কাজ না করে ফ্যাসিস্ট কায়দায় বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদেরকে রাজনৈতিক হয়রানি করে আসছিল। লিখিত অপর অংশে বক্তব্যে আরো বলেন, বিগত সরকারের শাসনামলে কোম্পানীগঞ্জে একচ্ছত্র আধিপত্য ওদের সাথে বিস্তারকারী এক নেতার (আব্দুল কাদের মির্জা) ছত্র ছায়ায় কিছু স্বার্থান্বেষী শিক্ষক সাধারণ শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে সম্পূর্ণ অগণতান্ত্রিক সঠতার আশ্রয় নিয়ে সমিতির দায়িত্বে আসীন হন। যাদের প্রতি সাধারন শিক্ষকদের বিন্দুমাত্র সমর্থন নেই। হ্যাইজাক করা সেই কমিটির নিজেদের অভিষেক অনুষ্ঠানটিও করেছিল প্রতারণার আশ্রয় নিয়ে। তাদের প্রত্যক্ষ মদদে কোম্পানীগঞ্জের একজন অফিসারসহ ৬৩ জন শিক্ষকের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগে মামলা দায়ের করে।
এই সংগঠনের বর্তমান নামধারী কমিটির নেতারা শিক্ষকদের মেন্ডেট নিতে ভয় পায়। তারা স্বঘোষিত নেতা হতে চায়। সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭ এর ‘ক’ উপধারায় নির্বাচনী বিধিতে বলা আছে উপজেলা শাখার কমিটি নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সদস্যদের মধ্যেও তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অথচ কোম্পানীগঞ্জের সাধারণ শিক্ষকদের ব্যালটের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ বঞ্চিত রেখেছেন।আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে কোম্পানীগঞ্জের সকল শিক্ষকগণকে তাদের যোগ্য নেতা বাছাই করার সুযোগ দিতে ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে শিক্ষক আবদুল মান্নান কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি অস্থায়ী কমিটি ঘোষণা করেন ।কমিটিতে বামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদকে সভাপতি ও মধ্য পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলমগীর হোসাইন,মোঃ বেলায়েত হোসেন,মোহাম্মদ আনোয়ার ইকবাল,মোহাম্মদ আলী,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক,সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক ঈদগাহে অন্যতম ঈদের বড় জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পেশকার হাট মোবারকীয়া ঐতিহাসিক...

নোয়াখালী- ৫ আসনে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী নওশাদ

স্টাফ রিপোর্টার :বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ...

কোম্পানীগঞ্জে গরীব অসহায়দের মাঝে শাড়ী- লুঙ্গী বিতরণ করছেন সমাজ সেবক ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহীম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে গরীব অসহায়...

নোয়াখালীতে নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ’র ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...