কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতার পূর্বে নির্ঝর কনভেনশন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ এস হারুন এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ আল নোমান’র সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ পিয়াস,
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিন কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা রেজওয়ানুল বারী। জামায়াত ইসলামী বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার বিএনপির আহবায়ক নুর আলম সিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার জামায়াতে ইসলাম আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদের রহমান রিপন,জামায়াতে ইসলামি বাংলাদেশ বসুরহাট পৌরসভার আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান মীর কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।