কোম্পানীগঞ্জে ভগবান শ্রী-কৃষ্ণের অভিষেক

Date:

এএইচএম মান্নান মুন্না:
যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভগবান শ্রী-কৃষ্ণের অভিষেক।

১৬ আগষ্ট (শনিবার) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর বটতলা থেকে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর কর্মসৃূচী।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শ্যামল দাস’র সভাপতিত্বে ও সদস্য সচিব অসিম মজুমদার’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এ সময়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার,সদস্য মাহমুদের রহমান রিপন, উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াত আমীর মাওলানা মোশররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মাখন লাল মজুমদার, সদস্য সচিব তুষার কান্তি ভৌমিক প্রমূখ।

নেতৃবৃৃন্দ বক্তব্যে বলেন,এবার জন্মাষ্টমীতে উপস্থিতি প্রমাণ করছে কোম্পানীগঞ্জে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে । এই বিশেষ ধর্মীয় উৎসবটি বিএনপি -জামায়াত নেতাদের উপস্থিতিতে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং সামগ্রিকভাবে এলাকার সকল ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়েছেন।

আলোচনা শেষে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে অংশ নেন ভক্তরা।
শোভাযাত্রায় অংশ নিতে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের মন্দির ও আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে সকল বয়সের নারী পুরুষ পিকআপ গাড়ি নিয়ে এবং খণ্ড খণ্ড শোভযাত্রায় ভক্তরা পৌর বটতলায় মিলিত হন। 
শোভাযাত্রা বসুরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এসে শেষ করে। পরে,আয়োজক বৃন্দ প্রায় পাঁচ হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা...

চাটখিলে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে

অলোচনা ও দোয়াচাটখিল প্রতিনিধি :বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা...

খালেদা জিয়া’র ৮১তম জন্ম দিনে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী'র ৮১ তম...

চাটখিলে মাথা গোজার ঠাই হল আরো এক পরিবারের

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:দীর্ঘ ২০ বছর থেকে...