সোহরাব হোসেন বাবর, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে আবদুস ছাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আবদুস সাত্তার উপজেলার চরহাজারী ইউনিয়নের আবদুল হামিদ চৌকিদার বাড়ির খুরশিদ আলমের ছেলে। ছাত্তার মাদক ব্যবসায়ী ও একজন চিহিৃত সন্ত্রাসী বলে জানিয়েছে যৌথ বাহিনী।
অভিযান সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধার, ছাত্র জনতার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ও অস্ত্রধারী ছাত্তারের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফজলু আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আবদুস ছাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই মামলায় তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত থাকবে।