এএইচএম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপজেলা প্রশাসন।
১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন’র নেতৃত্বে এ মোমবাতি জ্বালানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াস চন্দ্র দাস, লেখক, সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন। উপজেলা নির্বাচন অফিসার সাঈদ খালিদ, উপজেলা শিক্ষা অফিসার এ টিএম এহসানুল হক চৌধুরী, সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতি আজ গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। স্বাধীনতার জন্য ৯ মাসের সশস্ত্র যুদ্ধের শেষ প্রান্তে চূড়ান্ত বিজয়ের একদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। একটি সদ্য স্বাধীন দেশের পথচলা, উন্নয়ন-অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে বুদ্ধিজীবীদের ভূমিকা কী হতে পারে, পাকিস্তানি বাহিনী সেটা ভালো করেই জানত। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের পথচলাকে কঠিন করে তুলতে, জাতিকে একটি বুদ্ধিবৃত্তিক শূন্যতার মধ্যে নিক্ষেপ করতে সেদিন দখলদার বাহিনী ও তাদের দোসররা দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছিল।