কোম্পানীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ! বৈষম্য না রেখে সমাজ সম্প্রীতি বজায় রাখার আহবান

Date:

কোম্পানীগঞ্জ (নোয়খালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ৪ ঘন্টা ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর উত্তম নুরুল হক অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ কামাল পারভেজ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন ও আজম পাশা চৌধুরী রুমেল,  সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, থানা অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বসুরহাট এ.এইচ.সি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিলন বাবু, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, বামনী কলেজের অধ্যক্ষ রাহাবার হোসেন, চেয়ারম্যান কাজী মোহাম্মদ  হানিফ আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুর রহিম, বসুরহাট ইসলামীয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী মোঃ ইউনুছ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আগের দিনের মতো সমাজে আর একে অপরের প্রতি সম্প্রীতি নেই। হিন্দু- মুসলিম, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবার এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রাব্বানী

টাইম ডেস্ক:অন্তর্বর্তী সরকারের কাছে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের...

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু

টাইম রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে...

আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ কে এই শুভ কান্তি দাস?

টাইম ডেস্ক:‘যে ব্যক্তি রামের না, সে বক্তি কোনো কাজের...

কদমতলা স: প্রা: বি: শিক্ষিকা লাভণ্য প্রভাকে বিদায় সংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :কদমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাভণ্য প্রভা...