কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও স্বাস্থ্যকর্মী (নার্স) শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার ঘটনায় গ্রেপ্তার মমিনুল হক ফারুকের (৩০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (০২ মার্চ) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (০১ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে মমিনুল হক ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিবুল হক মাস্টার বাড়ির মজিবুল হকের ছেলে।
গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের ধানখেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী এবং মডার্ন হাসপাতালের শিক্ষানবিশ নার্স ছিলেন। তিনি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।