নোয়াখালী প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচিত উন্মুক্ত ২টি খাল এবং ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ভেটেরিনারি সার্জন ডা. সাজিদ কাউছার খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা জানান, জলাশয়গুলোতে পোনা মাছ অবমুক্তের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন এবং স্থানীয় মাছের উৎপাদন বাড়বে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অন্যদিকে সাধারণ জনগণের মাঝে মাছ চাষে আগ্রহও বাড়বে বলে আশা করা হচ্ছে।