কোম্পানীগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ সোমবার (২৯সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ৭টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন।
বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা মণ্ডপ পরিদর্শনে অংশ নেন তিনি। এসময় তিনি প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শিত মন্দিরগুলো হলো,সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘীর শ্রী শ্রী শান্তি কালী বাড়ী,যৌগিদিয়ার শ্রী শ্রী জয়কালী মন্দির,কালি বাড়ীর দক্ষিণেশ্বরী কালী মন্দির,চরকাঁকড়ার বৃন্দাবন মহাজন বাড়ীর শ্রী দুর্গা মন্দির,রামপুর ইউনিয়নের শ্রী শ্রী নৃসিংহ মন্দির,মুছাপুর ইউনিয়নের শ্রী শ্রী জয়কালী বাড়ী মন্দির,রাঁধা মাধব আশ্রম।
এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ বজলুল করিম চৌধুরী আবেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার,নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, যুবদল নেতা জাহেদ হোসেন শাহেদ
স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, পৌরসভা স্বেচ্ছাসেবক উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর উদ্দিন রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, “সকল ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি সবসময় ধর্মীয় সহাবস্থানকে গুরুত্ব দেয়।