ইমাম হাসান স্বপন:
কোম্পানীগঞ্জে বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি কর্তৃক অগণতান্ত্রিক, গঠনতন্ত্রপরিপন্থী, পদ বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে চরহাজারী ইউনিয়নে বিএনপির একটি অংশের উদ্যােগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার( ২৯জুন)বিকাল ৫ ঘটিকায় চরহাজারী ইউপি কার্যালয়েে সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা গাজী মো:আলমগীর’র নেতৃত্বে চরহাজারী ইউনিয়ন চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিল শেষে ইউপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গাজী মো: আলমগীর, আব্দুল মজিদ মেম্বার, হারুন অর রশীদ ভূঞা, আবু তাহের, মো:সফি উল্যাহ (মন্ত্রী সফি), নূরুল হুদা বাচ্চু,সেলিম মাহমুদ, জয়নাল আবেদীন, মোর্শেদ আলম, আব্দুল হক হকসাব,কামাল উদ্দীন, আব্দুর রহীম, আবদুল মতিন, রবিউল আলম,ও সেলিম ড্রাইভার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,গত শুক্রবার( ২৮ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটির আহবায়ক নুরুল আলম সিকদার’র বাড়ীতে ৩নং চর হাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ ঘোষণা করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। নৃুরুল আলম সিকদার তার বাড়ীতে( মুছাপুর) যে কমিটি ঘোষণা করেছে এটি একটি সংগঠনপরিপন্থী। সে পদ বাণিজ্যের মাধ্যমে এ কমিটি করে এটি সিকদার রিপনে’র পকেট কমিটি। তৃণমুলের নেতা কর্মীরা কাউন্সিলের মাধ্যমে পুন:কমিটির দাবী জানান।
এব্যাপারে নুরুল আলম সিকদার বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও পদ বঞ্চিতরা প্রতিবাদ করতেই পারে এটি স্বাভাবিক। মাঠ ছেড়ে কেন বাড়ীতে বসে এ কমিটি ঘোষণা করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনে প্রশাসনের ডিস্টার্বের কারনে বাড়ীতে এ কমিটি ঘোষণা করা হয়।
অপর দিকে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড :আব্দুর রহমান বলেন ইউনিয়ন কমিটি ঘোষণা করার দায়িত্ব উপজেলা কমিটির। তারা কমিটি দিতেই পারেন। মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি এই কমিটি ঘোষণা করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমার নলেজে নেই। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য,গত ৮ অক্টোবর (২০২১ সাল) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি করা হয়। আহবায়ক কমিটির ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হয়।