এএইচএম মান্নান মুন্না:কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনের বাকি মাত্র ৯ দিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ৩ প্রার্থীদের গণসংযোগ। নির্বাচনী প্রচারণায় নামেন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন লিটন ,সাবেক ছাত্রনেতা জায়েদল হক কচি ,ব্যবসায়ী ছলিম উল্লা টেলু ।তবে ভোটারদের কথা নির্বাচনে লিটন – কচির মধ্যে লড়াই হবে ।৯টি ওয়ার্ডজুড়ে এখন উৎসবের আমেজ। দুয়ারে দুয়ারে যেয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ।
জনসংযোগ করেন জায়েদল হক কচি ।তিনি বলেন বিগত দিনের দুর্নীতি,অনিয়মের বিরুদ্ধে মানুষ ভোটের মাধ্যমে জবাব দিবে ।সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত আমি বিজয়ী হব ।আমার বাড়ীতে ককটেল বিষ্ফোরণ করে আমাকে এবং আমার ভোটারদের আতঙ্কিত করছে একটি পক্ষের বহিরাগতরা।তারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্ঠা করছে ।আমি এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করছি ।
চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দীন লিটন বলেন, বিরোধী শিবির থেকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চলছে।জনগণ আমার বিগত ৫বৎসরের উন্নয়নকে অবশ্যই মূল্যায়ন করবেন।
এদিকে ছলিম উল্লা টেলুও সমান তালে গণ সংযোগ করছেন তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
নির্বাচনে পাড়া মহল্লাগুলোতে মিছিলে, স্লোগানে, বিকাল ৩টা থেকে প্রচার প্রচরণা ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা।
আওয়ামীলীগ সরকারের শাসনে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ইউপি নির্বাচনে প্রার্থীরা এলাকার উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
তবে ভোটারা বলছেন, নগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হতে চান না। এ কারনে নির্বাচনে যোগ্য প্রার্থী কে ভোট দিতে চান তারা।
নির্বাচনের বাকী আর মাত্র ৮দিন বাকী ।৯টি ওয়ার্ডে পুরুষ ভোটার ১০ হাজার ৯শ’৪৮জন, মহিলা ভোটার ৯হাজার ৯শ’৯৭ জন ভোটার, মোট ২০হাজার ৯শ’৪৫ জন ভোটার তাদের পছন্দের চেয়ারম্যান বেছে নেবে আগামী ৭ফেব্রুয়ারী ব্যালটের মাধ্যমে ।