চাটখিলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর হাতে মাদরাসা শিক্ষক লাঞ্ছিত

Date:

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মায়ের উপস্থিতিতে লাঞ্ছিত হলেন দাখিল মাদ্রাসা শিক্ষক।

এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষক আব্দুর রহমান (৩৯) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামে দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্র চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসার ক্লাস নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষার্থী ওই শিক্ষককে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে ডেকে আনেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থী তার মায়ের উপস্থিতিতেই শিক্ষককে কোমরে লাথি মারেন এবং রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। সে সময় ওই শিক্ষককে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ সময় শিক্ষক দৌড়ে আত্মরক্ষা করেন।

শিক্ষক আব্দুর রহমান জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ শিক্ষকতা করছি। ওই ছাত্রকে তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য শিক্ষক হিসেবে বিভিন্ন সময় অন্যান্য শিক্ষকদের মতো আমিও সতর্ক করে আসছি। সেই ক্ষোভ থেকে সে এভাবে আমার ওপর হামলা করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছাত্র কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মাদ্রাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়। এই বিষয়ে জানতে ওই ছাত্রের মাকে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রসহ কিশোর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী সুবর্ণচরে ব্রি ১০৩ ধানের মাঠ দিবস

নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলার সুবর্ণচর উদ্ভাবিত ব্রি...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা মামলার প্রধান আসামী রাজ্জাক চেয়ারম্যান গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির...

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘সার্চ কমিটি’তে সুুমন-তানিম-আদনান

সাংস্কৃতিক প্রতিবেদক :: সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চার সদস্যের একটি...

ভেসাল জাল বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে দেশিয় প্রজাতির মাছ

নোয়াখালী সংবাদদাতা :: নোয়াখালীর সবগুলো খালে নিষিদ্ধ ভেসাল জাল...