মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল :: নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও গতিশীল করতে চাটখিলে বাগে ইব্রাহিম মাদ্রাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সাব্বির আল হোসাইনী এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিলের সূর্য সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ইউসুফ। এসময় তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে নানা উদারহন তুলে ধরে বর্তমানে প্রতিষ্ঠানের ভালো ফলাফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বক্তব্য রাখেন, হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি মমিনুল ইসলাম দুলাল, কাউন্সিল সালেহ আহমেদ সুমন।
মুহতামিম মাওলানা মোহাম্মদ সাব্বির আল হোসাইনী মাদ্রাসার রির্পোট তুলে ধরে বলেন, চাটখিল উপজেলায় বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি, সাধারন গ্রেড বৃত্তিতে স্থান পেয়েছে বাগে ইব্রাহিম মাদ্রাসার ছাত্ররা। বিশ্বের দুয়ারে মাদ্রাসা শিক্ষাকে আরো প্রসারিত করতে আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও সর্বচ্চ গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তথ্য প্রযুক্তির যুগে যুগ উপযুগী ছাত্রদের ভবিষ্যতে কম্পিউটার প্রশিক্ষনের দেওয়ার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে মেধাবী ছাত্রদের মাঝে ১০জন হাফেজকে পাগড়ী ও ইবতেদায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪৯জন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়।