নোয়াখালী প্রতিনিধি :
‘দক্ষ যুব গড়ছে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে নোয়াখালীতে কর্মপ্রত্যাশী যুবদের দক্ষতা বৃদ্ধি মূলক অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) নোয়াখালী সদর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’র সহযোগিতায় ‘পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়’ এর হলরুমে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
এসময় নোয়াখালী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদ ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মায়মুনা খানম, নোয়াখালী সদর উপজেলা ‘যুব সংগঠন ফোরাম’ এর সভাপতি মাহবুবুর রহমান সোহাগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’র সভাপতি আরিফ হোসেন নিলয়, সাধারণ সম্পাদক আবদুল হক, নির্বাহী পরিষদের সদস্য আবদুর রশীদ, নির্বাহী পরিষদের সদস্য মাহমুদুল হাসান রুবেল, নির্বাহী পরিষদের সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা কামাল ফরায়েজী, নির্বাহী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন ও কার্যকরি কমিটির সদস্য মাহফুজুর রহমান মিশু সহ আরো অনেকে।
এসময় ইউনিয়নের কর্মপ্রত্যাশী ৩০ জন যুবককে দক্ষতা বৃদ্ধি মূলক অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ কোর্সের উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন প্রধান অতিথি জনাব মানস মন্ডল। এদিকে ইউনিয়ন এর বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থা’কে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেছেন।