বিভাগ চাই বিভাগ চাই
নোয়াখালী বিভাগ চাই
উন্নয়নের সেরা জেলা উদারতার মিলনমেলা।
রেমিট্যান্স এর অবদান
ধনী জেলার প্রতিদান
শীর্ষ ধনী গুণে মানে
ভালোবাসি মনেপ্রাণে।
উন্নয়ন ও শিক্ষা দীক্ষায়
অগ্রগতির শেষ প্রতীক্ষায়
নোয়াখালী সবার সেরা
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা।
বিভাগ চাই বিভাগ চাই
নোয়াখালী বিভাগ চাই
দাবী মোদের একটাই
নোয়াখালী বিভাগ চাই।

