নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রার্থী মো. ফখরুল ইসলামের জনপ্রিয়তার ভীত হয়ে প্রতিপক্ষ গ্রুপ গায়েবি মামলা নিয়ে মাঠে নেমেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দলের কিছু বঞ্চিতরা। ইনশাআল্লাহ যতো ষড়যন্ত্রই হোক নোয়াখালী-৫ আসনের মাটিতে ধানের শীষকে হারাবে এমন শক্তি এখন কারো নাই।
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, আমাদের প্রার্থী নিজেই একজন জুলাই যোদ্ধা। তিনি সারাজীবন আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত। এখন তার সেই অর্জন গোপন করে ষড়যন্ত্রকারীরা রাজধানীর মামলায় তাকে আসামি করা হাস্যকর। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহার চাই।
কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুদলের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, উপজেলা ছাত্রদলের নেতা আজিজ আজমীর প্রমুখ।
কবিরহাটের সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম মৌমিত ফয়সাল, সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন প্রমুখ।
গত ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমাখালী এলাকার মো. সোহানুর রহমান বাদি হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামি করা হয়।

