নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে সাবেক ছাত্রনেতা বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দৈনিক আপন খবর পত্রিকার সম্পাদক নুরুল আফসার বাহাদুর বলেছেন, “আমাদের নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করব।”
সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কবিরহাট উপজেলার নতুন শাহজীর হাট ও কালামুন্সী বাজারে ৩১ দফা দাবি সম্বলিত বই ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন।
তিনি বলেন, “কবিরহাট ও কোম্পানীগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষে উজ্জীবিত। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে।”
গণসংযোগ শেষে ভূঞারহাট বাজারে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর, সিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাবুল, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাত, বসুরহাট পৌর বিএনপির নেতা তাজুল ইসলাম স্বপন যুবদল নেতা জসিম উদ্দীন দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।