নোয়াখালী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী ) বিকেল ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
ঘোষিত বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত মোহাম্মদ ফখরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন,জাতীয় পার্টি মনোনীত খাজা তানভীর আহাম্মদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু নাছের,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ শামছুদ্দোহা,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মুন তাহার বেগম,বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত মোহাম্মদ আনিছুল হক,খেলাফত মজলিস মনোনীত আলী আহমদ,জনতার দল মনোনীত শওকত হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত তৌহিদুল ইসলামএবং স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দীন মওদুদ।অপরদিকে, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত কামাল উদ্দিন পাটোয়ারী,স্বতন্ত্র প্রার্থী ওমর আলী,মুহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ নওশাদ।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সংশোধিত তফশিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালী-৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১১
Date:

