ফেনীতে পরকীয়ার জেরে খুন হন খামার কর্মচারী সাগর

Date:

ফেনী সংবাদদাতা :: পরকীয়ার জেরে ফেনী শহরের রামপুরে খামার কর্মচারী মোজাম্মেল হক সাগরকে (২৪) হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৩০ মে ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেন পাটোয়ারীর মালিকীয় শাহনাজ ডেইরি ফার্মের ভিতর মোজাম্মেল হক সাগরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তার মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিন পুলিশ লাশ উদ্ধার করে ঘটনার তদন্তে নামে ডিবি পুলিশ। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় জড়িত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অষ্টগ্রামের আবদুল খালেকের ছেলে মোহন প্রকাশ নয়ন (৩০) ও তার স্ত্রী খালেদা আক্তার বৃষ্টি (২৬) ও বড়ভাই রাজনকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে নয়ন ওই ফার্মের কাছে ভাড়া থাকতন। এক সময় নয়নের স্ত্রী খালেদা আক্তার বৃষ্টির সাথে সাগরের পরকিয়ার সম্পর্ক হয়। তাদের সম্পর্কে ভিডিও ক্লিপ ও ছবি মোবাইলে থাকায় তারা সাগরকে হত্যার পরিকল্পনা করে করেন নয়ন। পরে বড় ভাই রাজনকে তার সাথে সম্পৃক্ত করে। ঘটনার দিন ওই ফার্মে গিয়ে তারা সাগরকে ভিডিও ও ছবি ডিলিট করে দিতে বলেন। এতে সাগর রাজি না হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাগরকে কুপিয়ে মোবাইল নিয়ে যায় তারা।

মোজাম্মেল হক সাগরের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ রাজনকে আটক করে। পরে রাজনের তথ্যের ভিত্তিতে মোহন ও বৃষ্টিকে ফেনী সদর উপজেলার রানিরহাট এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্তে আরো তথ্য বেরিয়ে এলে পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি না হওয়ায় নেতৃত্ব শূণ্যতা দেখা দিয়েছে – ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্লোগান “তারুণ্যের...

সম্ভাবনাময় নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা রাজনৈতিক অদূরদর্শিতা — জহিরুল ইসলাম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীতে যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন চর জেগে...

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার...

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে...