সংবাদদাতা:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত প্রায় সাড়ে আটটার দিকে পৌরসভার নুর হাফেজ বাড়ীতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির একরামুল হক মান্নান ও তার ছেলে কিশোর গ্যাং নেতা ইফাতের নেতৃত্বে এই হামলা চালানো হয়।হামলার শিকার ফয়েজ আহমেদের ছেলে এবং নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেওয়া নজরুল ইসলাম জানান, ইফাত, শামীম, সজিব, মিরাজ ও শাকিলসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। নজরুল ইসলাম বলেন, “হামলার সময় আমি প্রাণের ভয়ে ঘর থেকে পালিয়ে যাই।
হামলাকারীরা আমার ঘরের বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারা ঘরের ফ্রিজ, টেলিভিশন, আলমারী, খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে সবকিছু তছনছ করে ফেলে।” তিনি আরও অভিযোগ করেন যে হামলাকারীরা তার মায়ের গায়েও হাত তুলেছে।
নজরুল ইসলাম এই ঘটনাকে সম্পত্তির বিরোধের জের বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমি একজন বিএনপি নেতা। আমি থানা প্রশাসন, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর বিচার চাই।”
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।