বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি না হওয়ায় নেতৃত্ব শূণ্যতা দেখা দিয়েছে – ফখরুল ইসলাম

Date:

নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্লোগান “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। সমাবেশে বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন,বিএনপির জেলা নেতৃবৃন্দ আজ পর্যন্ত কোম্পানীগঞ্জে উপজেলা, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করেনি। ফলে দলের ভিতরে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে এবং সাংগঠনিকভাবে আমরা পিছিয়ে পড়ছি। আজ বিএনপি কোন্দলে জর্জরিত, আর তাতে লাভবান হচ্ছে প্রতিপক্ষ।
ফখরুল ইসলাম আরো বলেন,দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় কোম্পানীগঞ্জ বিএনপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে এবং দলে নতুন নেতৃত্ব আনতে কেন্দ্রীয় হস্তক্ষেপ ও অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল রোডের মেট্রো টাওয়ারে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ এনে তিনি আরও বলেন,কিছু নেতা এখনও চাঁদাবাজি ও বালুমহল দখলের সঙ্গে জড়িত। এমনকি জামায়াতের কিছু নেতারাও এমন কাজের ৪০ শতাংশ অংশ নিচ্ছে। এসব অপরাধের তথ্য আমার কাছে রয়েছে। অথচ ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের মতো সংস্থাগুলো জেনেও ব্যবস্থা নিচ্ছে না। আমি স্পষ্ট করে বলছি, আমার কোনো সভায় যেন চাঁদাবাজরা না থাকে।
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:ভিপি শাহানাজ পারভীন, সভানেত্রী, নোয়াখালী জেলা মহিলা দল, আফতাব আহমেদ বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অধ্যক্ষ আনিছুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক,আবু তোয়াহা, সাবেক সাধারণ সম্পাদক, বসুরহাট পৌর বিএনপি,একরামুল হক মিলন সাবেক সাধারণ মম্পাদক চরপার্বতী ইউনিয়ন বিএনপি । উপজেলা বিএনপি নেতা,মহিন উদ্দিন ছোটন, সহ-সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল,এ এইচ এম আজিজ আজমির, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।
উপস্থিত ছিলেন গোলাম হায়দার শাহীন,মাইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, চরপার্বতী ইউনিয়ন যুবদল,মো. সবুজ, উপজেলা যুবদলের সদস্য,কামরুল ইসলাম, সাবেক সভাপতি, চরকাঁকড়া ইউনিয়ন যুবদল,তাজুল ইসলাম স্বপন, উপজেলা কৃষক দল আহবায়ক। শিহাব উদ্দিন রিপন ও হারুনুর রশীদ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও তারুণ্যের উদ্দীপনা সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীকে বিভাগ দাবিতে বিক্ষোভ ও ইউএনওকে স্মারকলিপি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নিঝুম দ্বীপ খ্যাত বীরশ্রেষ্ঠ রুহুল...

সম্ভাবনাময় নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা রাজনৈতিক অদূরদর্শিতা — জহিরুল ইসলাম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীতে যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন চর জেগে...

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার...

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে...