এমন করে চেয়ো না
এমন করে চেয়ো না মোর দিকে!
তোমার টানাটানা হরিণী চোখে।
প্রেমে পড়ে যাবো তোমার!
ডুবিবো প্রেম সাগরে,
ভাসিবো তোমার তরে।
তোমার চোখের কালো ভ্রমর কেশ;
মোর হৃদয়ে লাগে বেশ!
তাইতো অব্যক্ত ছুটে যায় তোমারি কাছে!!
প্রেয়সী তোমার প্রেমের দেশে।
তোমার আঁখিতে কি জানি কি যাদু আছে! পাগল হয়ে যায় শত–শত যুবক তোমার ভালোবাসা পেতে।
তোমার রূপের মহিমায় মোয় ভারসাম্যহীন!
তুমি ভালোবেসে মোরে করে দাও মোর হৃদয়ও রঙিন।
![](https://i0.wp.com/noakhalitimes.com/wp-content/uploads/2025/02/986ff31eeb668a47d26efb811e9bf03bb3cc5bc0189ce0df.jpg?resize=696%2C392&ssl=1)
![](https://i0.wp.com/noakhalitimes.com/wp-content/uploads/2025/02/images-1.jpg?resize=224%2C225&ssl=1)
সুন্দরী অনুপমা
চাঁদের চাইতেও বহুত সুন্দর তুমি!
লাখো হরিণীর টানাটানা চক্ষু চেয়েও তোমার আঁখি প্রশস্ত সুঠাম।
কোটি লোহিত গোলাপের পাপড়ির চেয়েও অধিক লাল তব দুই ঠোঁট!
তোমার কালো চিরল বিরল কেশ!!
যেন তমসাচ্ছন্ন রজনীকেও হার মানায়!!!
সর্ব মিলিয়েই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি অপরূপা সুন্দরী অনুপমা।