মুজিব বাহিনীর প্রধান মরহুম বেলায়েতের স্মরণে শোক সভা

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েত এর স্মরণে শোক সভা ও মেজবানের আয়োজন করেছে চাটখিল উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২০ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ সভা কক্ষে বেলা সাড়ে ১০ টায় এই শোক সভা শুরু হয়। শোকসভা শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রায় ৫ হাজার মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। মেজবানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিলের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও অরচার্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীসহ চাটখিল সোনাইমুড়ীর বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত ভাইয়ের শূন্যতা, কখনোই পূরণ হবার মতো নয়। তিনি ছিলেন আমাদের জন্য একটি জীবন্ত পাঠশালা।’
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি বলেন, ‘মাহমুদুর রহমান বেলায়েত ভাই আমার বড় ভাইয়ের সাথে একসাথে পড়াশোনা করেছেন। যে কারণে বেলায়েত ভাইয়ের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। বেলায়েত ভাই যে নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করেছেন, আমরাও যেনো সেই নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করতে পারি।’
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘মরহুম মাহমুদুর রহমান বেলায়েত ভাই ছিলেন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। আমরা তার যথাযথ মূল্য দিতে পারিনি।’

উল্লেখ্য, নোয়াখলীর চাটখিল উপজেলার পৌর এলাকার দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি এমপির স্বামী মাহমুদুর রহমান বেলায়েত গত ৯ অক্টোবর ৭৮ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০ অক্টোবর তাকে নোয়াখালীতে সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী সুবর্ণচরে ব্রি ১০৩ ধানের মাঠ দিবস

নোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালীর সুবর্ণচরে নোয়াখালী জেলার সুবর্ণচর উদ্ভাবিত ব্রি...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা মামলার প্রধান আসামী রাজ্জাক চেয়ারম্যান গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির...

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘সার্চ কমিটি’তে সুুমন-তানিম-আদনান

সাংস্কৃতিক প্রতিবেদক :: সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চার সদস্যের একটি...

ভেসাল জাল বন্ধ করা না গেলে অচিরেই হারিয়ে যাবে দেশিয় প্রজাতির মাছ

নোয়াখালী সংবাদদাতা :: নোয়াখালীর সবগুলো খালে নিষিদ্ধ ভেসাল জাল...