কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :
কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুন:নির্মাণের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস’র বরাবর স্বারক লিপি প্রদান করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কোম্পানীগঞ্জের চারটি প্রবাসী সংগঠন৷
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোঃ ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন৷
২৩ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের ব্রকলিনের জলসা পার্টি হলে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় ড.মুহাম্মদ ফাওজুল কবির খানের হাতে স্বারক লিপি হস্তান্তর করেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন ও কোম্পানীগঞ্জর আমেরিকান নাগরিক প্রতিনিধি।
সন্দীপ সোসাইটি ইউএস এ এর আয়োজনে প্রধান উপদেষ্টা ড.মোঃ ইউনুসের সফরসঙ্গী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.মুহাম্মদ ফাওজুল কবির খান এর সংবর্ধনা অনুষ্ঠানে এই স্মারক লিপি প্রদান করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, সন্ধীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ ভিবিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
গত ২৬ আগস্ট ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার/টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।