রাত পোহালে উত্তর চরকাঁকড়া সেভেন স্টার সমিতির ভোটগ্রহণ, সোহেল সভাপতি হওয়ার সম্ভবনা!

Date:

নির্বাচন প্রতিবেদক :: রাত পোহালে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর চরকাঁকড়া সেভেন স্টার সমিতি লি: এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। সমর্থন পেতে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

নির্বাচনে ৩ জন সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার হিসাব-নিকাশ করছেন ভোটাররা
নির্বাচনকে সামনে রেখে উচ্ছাস আর আনন্দের জোয়ারে ভাসছে ভোটার এলাকায়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৩ জন সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদের ২জন, পরিচালক পদে ৯ জন মোট ১৭ জন প্রার্থী ভোটে জয়ী হতে খুবব্যস্ত সময় পার করছেন। তারা বসে নেই ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে শেষ বারের ভোট ভিক্ষা চাচ্ছেন। সভাপতি পদে লড়ছেন আব্দুল আজিজ( প্রতিক দেয়াল ঘড়ি),আব্দুল আউয়াল (প্রতিক চেয়ার), মামুনুর রশিদ( প্রতিক ছাতা), সহসভাপতি পদে মিজানুর রহমান (প্রতিক বাইসাইকেল),রমজান আলী মিশন (প্রতিক মোবাইল), সিরাজ মিয়া (প্রতিক ঈগল), সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান (প্রতিক আনারস), মো:আলমগীর হোসেন( প্রতিক হরিণ), পরিচালক পদে এবিএম সিদ্দিক( প্রতিক মোরগ), আরিফ হোসেন (প্রতিক আম), মো: করিমল হক (প্রতিক ফুটবল), জাহাঙ্গীর আলম (প্রতিক প্রজাপতি), জিয়াউর রহমান (প্রতিক মই), নূরুল অমিত (প্রতিক চশমা), মিজানুর রহমান (প্রতিক তালাচাবি), মো: সামছুু উদ্দীন (প্রতিক উটপাখি), সবুজ মিয়া (প্রতিক মাছ)।

তবে, ভোটাররা এবার পরিবর্তন চাচ্ছেন। তারা প্রকৃত ব্যবসায়ীদের মাঝে থেকে প্রার্থী মনোনীত করার কথা ভাবছেন। সেটি কষলে সভাপতি পদে বিসমিল্লাহ গ্লাস হাউজ এন্ড বিসমিল্লাহ ডোর’র স্বাধিকারী আব্দুল আজিজ সোহেল (প্রতিক দেয়াল ঘড়ি) এগিয়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, সভাপতি প্রার্থীর কথা ভাবলে আব্দুল আজিজ সোহেলের কথা প্রথম আসে। তিনি ঈদে -চাঁদে এলাকার মানুষের সাহয্য সহযোগিতায় ও সুখে -দুঃখে, এগিয়ে আসেন। তিনি একজন প্রকৃত ব্যবসায়ী। তার কাছে সমিতির আমানত রক্ষা থাকবে।

২০০০ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়। অত্র সমিতির ৫৫২ জন সদস্য রয়েছেন। তার মধ্যে পুরুষ সদস্য ৩৭২ জন, মহিলা সদস্য ১৮০ জন। চলতি মাসের আগামী কাল সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করা হবে। পৌরসভা ৭ নং ওয়ার্ডে সমিতির কার্যালয়ে ভোট গ্রহন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

৫ বছর পর মামলা থেকে খালাস পেয়ে বাড়ী যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সুমনের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় মাদক...

নোয়াখালীতে ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

নোয়াখালী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার ৩০০টি...

কবিরহাটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায়...

ইমাম-খতিব ও শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সকল জামে মসজিদের ইমাম, খতিব...