রামগতি (লক্ষীপুর) সংবাদদাতা :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. জসিমের স্ত্রী ফারজানা জলপরীর মত দেখতে বাচ্ছা প্রসব করেছেন। গত মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা নর্মাল ডেলিভারিতে এ অস্বাভাবিক ও মৃত সন্তান প্রসব করেন ফারজানা।
জন্মের সময় তার ওজন ছিল ২কেজি ৯শ’ গ্রাম। জসিম ও ফারজানার সংসারে এর আগেও সুস্থ এবং স্বাভাবিক অবয়বে ২টি সন্তান জন্ম হয়। জসিম ও ফারজানা উপজেলা চর পোড়াগাছা ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের বান্দের হাট এলাকার বাসিন্দা ঘটনার দিন প্রসব বেদনা দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে দেখতে অনেকটা জলপরীর ন্যায় সন্তান প্রসব করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান অস্বাভাবিক সন্তান জন্মের ঘটনা নিশ্চত করে বলেন, তিনটি বিষয়ে সতর্ক থাকলে এধরণের প্রসব এড়িয়ে চলা যেত।
কারণগুলো হচ্ছে প্রথমত খাদ্যাভাস জনিত, দ্বিতীয় ক্রোমজমের নর্মালিটি এবং বাচ্চা কন্সিবের তিন মাসের মধ্যে এনোমালিয়া আলট্রা সনোগ্রাফি করে নিশ্চিত হয়ে গর্ভপাতের মাধ্যমে অপসারণ করার সুযোগ থা