রায়পুরে দ্বিতীয় দিনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

Date:

এএইচএম মান্নান মুন্না, রায়পুর থেকে:

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’র অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন রায়পুর উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রায়পুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা হাতে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন: “বাড়ি ভাড়া ভাতা চাই, শিক্ষকের মুখে হাসি চাই!” “চিকিৎসা ভাতা দিতে হবে, শিক্ষক সমাজ বাঁচতে হবে!” “আমাদের দাবি, আমাদের দাবি – মানতে হবে, মেনে নাও” “আমরা দান চাই না — চাই অধিকার, চাই সম্মান, চাই ন্যায্য প্রাপ্য।”
“শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে।”

সমাবেশে রায়পুর উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজির দিঘীর পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,এলএমএ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, লুধুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মীরগঞ্জ স্কুলের শিক্ষক শামসুত্তাহিদ, রুস্তম আলী কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন, আলীয়া মাদ্রাসার সুপার, এবং রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আমরা জাতির মেরুদণ্ড, কিন্তু আজ সেই মেরুদণ্ড ব্যথিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আমাদের বিলাসিতা নয়, বরং এটি ন্যায্য অধিকার।”
“শিক্ষকরা কখনও ভাবেনি রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায় করতে হবে। কিন্তু আজকের বাস্তবতা আমাদের পথে নামতে বাধ্য করেছে।”
সমাবেশে শিক্ষক নেতারা সরকারের প্রতি অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, তা নাহলে ভবিষ্যতে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিল বিটিএ

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক...

কোম্পানীগঞ্জব ব্যবসায়ী সমিতির লি:’র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন

নোয়াখালী প্রতিনিধি :কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর ২০ তম...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: জামসেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র...