এএইচএম মান্নান মুন্না, রায়পুর থেকে:
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’র অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন রায়পুর উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রায়পুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা হাতে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন: “বাড়ি ভাড়া ভাতা চাই, শিক্ষকের মুখে হাসি চাই!” “চিকিৎসা ভাতা দিতে হবে, শিক্ষক সমাজ বাঁচতে হবে!” “আমাদের দাবি, আমাদের দাবি – মানতে হবে, মেনে নাও” “আমরা দান চাই না — চাই অধিকার, চাই সম্মান, চাই ন্যায্য প্রাপ্য।”
“শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে।”
সমাবেশে রায়পুর উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজির দিঘীর পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,এলএমএ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, লুধুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মীরগঞ্জ স্কুলের শিক্ষক শামসুত্তাহিদ, রুস্তম আলী কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন, আলীয়া মাদ্রাসার সুপার, এবং রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমরা জাতির মেরুদণ্ড, কিন্তু আজ সেই মেরুদণ্ড ব্যথিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা আমাদের বিলাসিতা নয়, বরং এটি ন্যায্য অধিকার।”
“শিক্ষকরা কখনও ভাবেনি রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায় করতে হবে। কিন্তু আজকের বাস্তবতা আমাদের পথে নামতে বাধ্য করেছে।”
সমাবেশে শিক্ষক নেতারা সরকারের প্রতি অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, তা নাহলে ভবিষ্যতে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন।