শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনাসভা দেশে রাজনৈতক ও শাসন শূন্যতা চলছে

Date:

টাইম রিপোর্ট :
১৯৯০ এর ঐতিহাসিক গন-অভ্যূত্থানের মহান শহীদ জাসদ নেতা, বিএমএ’র নেতা ডা. শামসুল আলম খান মিলনের আত্মবলিদান দিবস ‘শহীদ ডা. মিলন দিবস’ উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৭ নভেম্বর বুধবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘ডা. মিলনের আত্মবলিদান: ৯০-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লাহ’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, কেন্দ্রীয় স্কপের অন্যতম নেতা ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, এরশাদ সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হুমায়ুন কবীর সর্দার, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
সভায় বক্তারা শহীদ ডা. মিলন, শহীদ শাজাহান সিরাজ, শহীদ মোজাম্মেল, শহীদ দীপালি সাহাসহ ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত সামরিক শাসন বিরোধী ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন ও ৯০-এর ঐতিহাসিক গন-অভ্যূত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ক্ষমতাসীনরা রিসেট বাটন পুশ করে মহান স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর ঐতিহাসিক গণ-অভ্যূত্থানকে যতই মুছে দেয়ার অপচেষ্টা চালাক না কেন কোনো লাভ হবে না। তারা বলেন, দেশে এখন রাজনৈতিক শূন্যতা, শাসন শূন্যতা চলছে। দেশে মগের মুল্লুকের মতই মবের মুল্লুক চলছে। ক্ষমতাসীনদের প্রতিহিংসা পরায়ণতার আগুণে দেশ জ্বলছে। ক্ষমতাসীনরা ক্ষমতার চেয়ার থেকেই গৃহযুদ্ধের ডাক দিয়ে, তথাকথিত দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে, সাম্প্রদায়িকতার কার্ড খেলে, উস্কানি দিয়ে দেশকে ভয়াবহ বিভাজন ও বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা বলেন, দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক শূন্যতা, শাসন শূন্যতার অবসান করতে একটি প্রতিহিংসামুক্ত, পক্ষপাতমুক্ত, দল নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে ক্ষমতা ন্যাস্ত করার বিকল্প নাই। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে প্রতিহিংসার হাতিয়ারে পরিনত করতে গায়ের জোরে আইন পরিবর্তন করে বীরমুক্তিযোদ্ধাদের বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বীরমুক্তিযোদ্ধাদের প্রহসণমূলক বিচার বন্ধের দাবি জানান। বক্তারা, যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে প্রতিহিংসামূলক ঢালাও অর্ধ শতাধিক মিথ্যা মামলায় আটক জাসদ সভাপতি, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনানী জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে জাসদের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আজ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালোপতাকা উত্তোলন, সকাল ৭-৩০ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. মিলনের সমাধি এবং সকাল ৮-০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন সৌধে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

আইনজীবী হত্যা: যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

টাইম রিপোর্ট :চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল...

আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

টাইম রিপোর্ট :চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা...

পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

টাইম ডোস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের...

মুছাপুরে স্লুইসগেট পূণনির্মান না হওয়ায় তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে

কোম্পানীগঞ্জ সংবাদাতা : কোম্পানীগঞ্জের মুছাপুরে স্লুইসগেট পূণনির্মান না হওয়ায় নদী...