নোয়াখালী প্রতিনিধি:
কনকনে শীতে কাঁপছে মানুষ । এতে চরম বিপাকে পড়ছে নোয়াখালীর উপকূলীয় কোম্পানীগঞ্জ উপজেলার গরিব-দুঃখী শীতার্ত বৃদ্ধ নারী পুরুষ।শীত মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনার তহবিলে এসময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
এসময়ে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)যোবায়ের সোহেল, উপজেলা পরিসংখ্যান অফিসার অজিত কুমার রায় সহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সোমবার শীতের রাতে হঠাৎ করে উপজেলা বিভিন্নস্থানে অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসারকে।তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন । কনকনে শীতের রাতে হঠাৎ যখন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত শীতবস্ত্র দেখে দুস্থ, অসহায় মানুষ আবেগে আপল্লুত হয়ে পড়েন।
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন
Date: