নোয়াখালী প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জাতীয় দৈনিক সমাজ সংবাদের কবিরহাট প্রতিনিধি মিজানুর রহমান কিরণ (৬০)।
সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় নোয়াখালী জেলা শহরের সদর উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
গুরত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকার একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান কিরণ কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পদুয়া গ্রামের টুকা মিয়া হাজী বাড়ির মৃত আবদুল মান্নানের বড় ছেলে।
মিজানুর রহমান কিরণ দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।
মৃত্যুর সময় তিন মেয়ে ও দুই ছেলে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ এলাকায় এবং আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ দুপুর দুইটায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় তাকে।