শাহাদাত হোসেন :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না কেম্পানীগঞ্জে সকল রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, সাংবাদিকরা কোন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় শান্তি শৃঙ্খলা রক্ষায় একে অপরের পরিপূরক।
১৩ মার্চ (রবিবার) বিকাল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন মিলনায়তনে হাট বাজারে টোল আদায় বিষয়ক মতবিনিময় সভায় এ কথা গুলি বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহ অফিসার তানভীর ফরহাদ শামীম’র সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক, হাট- বাজার ইজারদাররা উপস্থিত ছিলেন। এসময়ে অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিনিয়র সাংবাদিক মান্নান মুন্না আরো বলেন, আমরা যাঁরা গণমাধ্যম কর্মী জনগণের তথ্য পাওয়ার অধিকারের জন্য কাজ করে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখে। সাংবাদিকদের লক্ষ্য থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করা, যা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য।
এই সাংবাদিক নেতা বলেন,রাজনৈতিক দলের নেতাদের উচিত সাংবাদিকদের এই ভূমিকাকে সম্মান করা এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তারা সরকার ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। রাজনৈতিক দলগুলোর উচিত সাংবাদিকদের প্রতিপক্ষ না ভেবে সহযোগী হিসেবে দেখা, যারা সমাজের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে পারে। সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।