নিউজ ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত ৯০ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল থেকে দল মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক মশাল বরাদ্দের চিঠি প্রদান করা শুরু হবে।
দাখিলকৃত প্রার্থীরা হলো ০১। পঞ্চগড়-১ মো: ফারুক আহম্মদ, ০২। দিনাজপুর-৪ এড. লিয়াকত আলী, ০৩। দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, ০৪। নীলফামারী-৩ অধ্যাপক আজিজুল ইসলাম, ০৫। নীলফামারী-৪ মো:আজিজুল হক, ০৬। লালমনিরহাট-১ ডা. হাবিব মো: ফারুক, ০৭। লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, ০৮। রংপুর-৩ সাহীদুল ইসলাম, ০৯। গাইবান্ধা-১ মো: গোলাম আহসান হাবিব মাসুদ, ১০। গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, ১১। গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদী, ১২। জয়পুরহাট-১ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৩। জয়পুরহাট-২ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৪। বগুড়া-১ এড. হাসান আকবর আফজল হারুন, ১৫। বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, ১৬। বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, ১৭। বগুড়া-৫ রাসেল মাহমুদ, ১৮। বগুড়া-৬ এড. এমদাদুল হক ইমদাদ, ১৯। বগুড়া-৭ মো: আব্দুর রাজ্জাক, ২০। নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, ২১। রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ২২। রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, ২৩। নাটোর-১ মো: মোয়াজ্জেম হোসেন, ২৪। সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, ২৫। সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, ২৬। সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, ২৭। পাবনা-১ শেখ আনিসুজ্জামান, ২৮। পাবনা-২ মোছা: পারভীন খাতুন, ২৯। পাবনা-৪ মো: আব্দুল খালেক, ৩০। কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, ৩১। কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ৩২। কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, ৩৩। চুয়াডাঙ্গা-২ দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ৩৪। ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, ৩৫। বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, ৩৬। সাতক্ষীরা-১ শেখ মো: ওবায়েদুস সুলতান বাবলু, ৩৭। পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), ৩৮। পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ৩৯। ভোলা-১ বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ৪০। বরিশাল-৬ মোঃ মোহসীন, ৪১। পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, ৪২। টাঙ্গাইল-৪ ড. এস এম আবু মোস্তফা, ৪৩। টাঙ্গাইল-৭ মো: মঞ্জুর রহমান মজনু, ৪৪। শেরপুর-২ লাল মো: শাহজাহান কিবরিয়া, ৪৫। ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ৪৬। ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ৪৭। ময়মনসিংহ-৫ মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ৪৮। ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪৯। ময়মনসিংহ-৭ রতন সরকার, ৫০। ময়মনসিংহ-৯ এড. গিয়াস উদ্দিন, ৫১। ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ৫২। নেত্রকোণা-৪ মো: মসফিকুর রহমান, ৫৩। মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, ৫৪। মানিকগঞ্জ-২ মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, ৫৫। মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ৫৬। ঢাকা-৭ হাজী ইদ্রিস ব্যাপারি, ৫৭। ঢাকা-৯ এড. নিলাঞ্জনা রিফাত (সুরভী), ৫৮। ঢাকা-১৪ এড. আবু মো: হানিফ, ৫৯। ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ৬০। গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, ৬১। গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), ৬২। নরসিংদী-২ জায়েদুল কবীর, ৬৩। নরসিংদী-৫ মো: মাহফুজুর রহমান (রাহাত), ৬৪। নারায়ণগঞ্জ-৪ মো: সৈয়দ হোসেন, ৬৫। রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, ৬৬। গোপালগঞ্জ-২ মো: ফুলমিয়া মোল্লা, ৬৭। শরীয়তপুর-২ মো: ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), ৬৮। সুনামগঞ্জ-৪ আবু তাহের মো: রুহুল আমিন (তুহীন), ৬৯। মৌলভীবাজার-২ এড. বদরুল হোসেন ইকবাল, ৭০। মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ৭১। ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: আব্দুর রহমান খান (ওমর), ৭২। ব্রাহ্মণবাড়িয়া-৫ এড. আখতার হোসেন সাঈদ, ৭৩। কুমিল্লা-১ ধীমন বড়ুয়া, ৭৪। কুমিল্লা-৪ মামুনুর রশিদ, ৭৫। কুমিল্লা-৯ মনিরুল আনোয়ার, ৭৬। চাঁদপুর-১ মো: সাইফুল ইসলাম সোহেল, ৭৭। চাঁদপুর-২ মো: হাছান আলী সিকদার, ৭৮। চাঁদপুর-৫ মনির হোসেন মজুমদার, ৭৯। ফেনী-১ শিরীন আখতার, ৮০। নোয়াখালী-১ মো: হারুন অর রশীদ সুমন, ৮১। নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, ৮২। নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, ৮৩। নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, ৮৪। লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, ৮৫। লক্ষ্মীপুর-৪ মোশারেফ হোসেন, ৮৬। চট্টগ্রাম-৩ নুরুল আখতার, ৮৭। চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, ৮৮। চট্টগ্রাম-১১ মোঃ জসিম উদ্দিন, ৮৯। চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।
(প্রেস বিজ্ঞপ্তি)